০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট জেবুন নাহার সেলিম বলেছেন, আগামীর দেশ গঠন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাঁর ঘোষিত ৩১ দফা কর্মসূচিই হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা সদরের নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে...