০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম গাইবান্ধার সাদুল্লাপুরে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে এনামুল সরকার নামে এক কলেজপড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। নিহত এনামুল ওই গ্রামের হাবিজার সরকারের ছেলে এবং ধাপেরহাট মনিকৃষ্ণ সেন কলেজের একাদশ শ্রেণির অধ্যয়নরত শিক্ষার্থী বলে জানা গেছে। নিহতের পরিবারের সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো গতকাল মঙ্গলবার রাতে বাড়ির পাশের কৃষিজমিতে মাছ ধরার ফাঁদ বসানোর সময় বিষধর সাপের কামড়ে এনামুল আহত হয়। পরে সে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে সাপের কামড়ের বিষয়টি গোপন রাখে। কিছুক্ষণ পর বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। তাৎক্ষণিকভাবে তাকে পাশের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে...