পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন বলেছেন, “তথ্য প্রকাশে স্বচ্ছতা এখনো পুঁজিবাজারের অন্যতম বড় চ্যালেঞ্জ, যা বিনিয়োগকারীদের দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে আছে।” বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি, ডিএসই ব্রোকারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) যৌথ উদ্যোগে হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এক শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।আরো পড়ুন:আরএকে সিরামিকসের একটি উৎপাদন লাইন সাময়িক বন্ধবিনিয়োগকারীদের বিরোধ নিষ্পত্তিতে বিএসইসির দুই বিধিমালা অনুমোদন বিনিয়োগকারীদের বিরোধ নিষ্পত্তিতে বিএসইসির দুই বিধিমালা অনুমোদন ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ২০২৫ এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়। ডিবিএ'র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সেমিনারে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ...