গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে মিসরের শার্ম আল-শেখে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার তৃতীয় দিনে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীরা যোগ দিয়েছেন। বুধবার তারা এই আলোচনায় যোগ দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই বৈঠককে যুদ্ধ সমাপ্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন দূত স্টিভ উইটকফ বুধবার সকালে শার্ম আল-শেখে পৌঁছান। তাদের সঙ্গে ছিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি ও তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এই সফরকে ‘অত্যন্ত আশাব্যঞ্জক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে শক্তিশালী বার্তা ও পূর্ণ ক্ষমতা নিয়ে এসেছেন যুদ্ধ শেষ করতে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী...