তিনটি খামের মাধ্যমে পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটদানের বিষয়টি তুলে ধরে প্রধান উপদেষ্টার আইসিটি ব্ষিয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, এটি ‘সম্পূর্ণ নিরাপদ’ এবং এতে গোপনীয়তা ‘অটুট’ থাকবে। বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটি বাংলাদেশের গণতন্ত্রকে আরো সুদৃঢ় করার এক ঐতিহাসিক পদক্ষেপ।” ‘বিশ্ব ডাক দিবস’ উদযাপন উপলক্ষ্যে আগারগাঁওয়ের ডাক অধিদপ্তর প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনের বিষয়টি তথ্য বিবরণীতে জানানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেছেন, “বাংলাদেশ ডাক বিভাগ দেশের অন্যতম প্রাচীন ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান। বর্তমানে ৯ হাজার ৮৪৮টি ডাকঘরের মাধ্যমে প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী সারা দেশে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন।” আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো পোস্টাল ব্যালট সেবা চালুর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা হবে...