আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সোহেল রানা গত ৪ অক্টোবর এই ঘটনায় পিবিআইসহ সংশ্লিষ্টদের তদন্তের নির্দেশ দেন। বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সাঈদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথ গ্রামের মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা গত ৪ সেপ্টেম্বর ছুটিতে নিজ বাড়িতে আসেন। ভোর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে সোহেল রানা ও তার বাবা রুবেল হোসেনকে জিম্মি করে হাত–পা বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা ২৯ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ঘটনার পরপরই আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়, যা পরে জয়পুরহাট ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তে ২ অক্টোবর ঢাকার দক্ষিণ বনশ্রীর একটি ফ্ল্যাট থেকে ডাকাত দলের সরদার কামাল...