সেই সিনেমাটির পর বেশ কিছু ছবিতেই একসঙ্গে কাজ করেছেন বাপ্পি-মাহি। তাদের দুজনকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে শাহনেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমাতে, ২০১৮ সালে।এরপর তাদের দুজনকে আর একসঙ্গে পাওয়া যায়নি। এদিকে গতকাল সকালে নিজের ফেসবুক পেজে বাপ্পী চৌধুরীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন মাহিয়া মাহি। ছবিটির ক্যাপশনে লেখা, ‘১০ বছর পর বন্ধুর সঙ্গে।’ সেই পোস্টে অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি জুটিটির প্রশংসা করেছেন অনেকেই। সেই পোস্টে অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি জুটিটির প্রশংসা করেছেন অনেকেই। কেউ কেউ আবার তাদের জুটিকে মিস করছেন জানিয়ে মন্তব্যও করেছেন। তবে মাহি কি হিসেবে ‘১০ বছর পর একসঙ্গে’ লিখেছেন, তা স্পষ্ট নয়। যেখানে তাদেরকে একসঙ্গে পর্দায় দেখা গেছে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘অনেক দামে কেনা’ ও ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পলকে পলকে তোমাকে...