০৮ অক্টোবর ২০২৫, ১০:২৬ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১০:২৬ পিএম “আমি কন্যা শিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফখর উদ্দিন এবং জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না। এছাড়া বক্তব্য রাখেন এনজিও সংস্থা এসডিএস-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সময় এসেছে কন্যাশিশুদের প্রতি সবধরনের বৈষম্য...