দলের ব্যাংক হিসাব নম্বর এবং সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ইসির নির্বাচন সহায়তা শাখায় জমা দেয়া হয়। গত ৩১ জুলাই দলটি ইসিতে যে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছিল সেখানে ব্যাংক হিসাব নম্বর ছিল না। তবে সংশোধিত গঠনতন্ত্র আগেই ইসিতে জমা দিয়েছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়। বুধবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জসিম উদ্দিন সরকার দুটি বিষয়ে দলের হালনাগাদ তথ্য সম্বলিত চিঠি ইসিতে জমা দেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধনের নিয়ম চালু হলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ ৩৯টি দলকে নিবন্ধন দিয়েছিল তৎকালীন নির্বাচন কমিশন। তখন অনেক দলকে সংবিধান, আইন,...