‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ (এমওফি)-এর উন্নয়ন ঘটিয়ে রসায়নের নিয়ম ‘নতুন করে লিখে’ তিন বিজ্ঞানী পাচ্ছেন এ বছরের রসায়নে নোবেল। বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) এক সংবাদ সম্মেলনে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের জন্য জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমরএম ইয়াগির নাম ঘোষণা করে। নোবেল পুরস্কারের এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন তিন গবেষক। নোবেল কমিটি জানিয়েছে, এমন এক ধরনের আণবিক কাঠামো তারা তৈরি করেছেন, যার ভেতরে রয়েছে বিশাল ফাঁকা স্থান, যার মধ্য দিয়ে গ্যাস ও অন্যান্য রাসায়নিক প্রবাহিত হতে পারে। এ গঠনগুলোকে বলা হয় মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক। তাদের কাজ রসায়নের ব্যাকরণ ‘নতুন করে লেখার’ সমতুল্য। এ ধরনের রাসায়নিক কাঠামোর মাধ্যমে মরুভূমির বাতাস থেকে পানি আহরণ করা যায়, কার্বন ডাই-অক্সাইড শোষণ করা যায়, বিষাক্ত গ্যাস সংরক্ষণ করা...