রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আনুমানিক ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি অভিযানিক দল। গ্রেপ্তারকৃতরা হলেন–হাফিজুল্লাহ ও মো. শিহাবুল হাসান। মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে আমরা যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করি। অভিযানে প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ হাফিজুল্লাহ ও শিহাবুল নামের দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।...