বাংলাদেশের ফুটবলে আশার প্রদীপ হয়েছে এসেছেন হামজা চৌধুরী-শমিত সোমরা। তাদের আগমণে শক্তি-সামর্থ্যে বাংলাদেশ ফুটবল দল এখন বেশ পরিপক্ক হয়েছে। দেশের মানুষও নতুন করে আশা দেখতে শুরু করেছে ফুটবল নিয়ে। ইতোমধ্যে মিশনে নেমে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। লড়াই করছে এশিয়ান কাপে জায়গা করে নিতে। আগামীকাল বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই হামজা-জামালদের সামনে। হারলে কাগজে-কলমে সমীকরণ বেঁচে থাকলেও কার্যত শেষ হয়ে যাবে আশা। সেই ম্যাচের আগে আজ বুধবার (৮ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা আর জামাল ভূঁইয়া। সেখানে বেশ আশার বাণী শোনালেন তারা। কাবরেরাও জানালেন হামজ-শমিতদের আগমণে বাংলাদেশ এখন আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, ‘আমরা জানি আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে...