শিক্ষার্থী দেখলেই তাদের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়ে হাতে দিচ্ছেন প্রচারপত্র। বুধবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এভাবে প্রচার চালাতে দেখা গেছে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের এক প্রার্থীকে। অন্তর মণ্ডল নামে সংস্কৃত বিভাগের এ ছাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হোক সাহিত্য-সংস্কৃতির উন্মুক্ত মঞ্চ। নিজস্ব প্রতিভার মাধ্যমে শিক্ষার্থীরা তাদেরকে সমৃদ্ধ করবে। দেশের বিভিন্ন জেলার ভাষা ও সংস্কৃতিকে যেন শিক্ষার্থীরা তুলে ধরতে পারে।” অন্তর জানালেন ধূতি বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য। স্কেটিংয়ে আছে আমার দক্ষতা। আর পাহাড়ি গানে আমাদের ঐতিহ্য ও...