ভারতের যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাবে ‘দ্রুত ও বিধ্বংসী প্রতিক্রিয়া’ জানাবে বলে বুধবার পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করেছে। সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব সতর্ক করে বলেছে, নয়াদিল্লির উসকানিমূলক বক্তব্য আঞ্চলিক শান্তি অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, এই অঙ্গীকারটি করা হয়েছে জেনারেল সদর দপ্তরে (জিএইচকিউ)-এ অনুষ্ঠিত ২৭২তম কোর কমান্ডার সম্মেলনে (সিসিসি)। এখানে সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। বৈঠকে ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ‘দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক বক্তব্য’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি সেগুলোকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যুদ্ধ উন্মাদনা ছড়ানোর একটি ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করা হয়। সভায় চলমান সন্ত্রাসবিরোধী অভিযান, জাতীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীরা ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী যেমন ‘ফিতনা আল-খারিজ’ ও ‘ফিতনা...