জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাথমিকভাবে বিএনপিকে নিয়ে গণমানুষের মাঝে একটা আশাবাদ তৈরি হয়েছিল। কিন্তু ১৪ মাস পরে এসে বিএনপি সেই আশা ধরে রাখতে পারেনি। এর মূল কারণ হল বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীদের দখল-বাণিজ্য, চাঁদাবাজি, দলীয় অন্তর্কোন্দল থেকে খুন, ধর্ষণসহ নানাবিধ অপরাধে সম্পৃক্ত হয়ে পড়া। অপকর্মের জন্য কয়েক হাজার মাঠপর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কার করেও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এসব নিয়ন্ত্রণে আনতে পারেনি। ফলে জনমানুষের উল্লেখযোগ্য অংশের মাঝে দলটির বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মনে করছেন, ক্ষমতায় না যেতেই যদি এ ধরনের অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে বিএনপি জড়িত হয়ে পড়ে, তাহলে ক্ষমতায় গেলে এর রূপ কী হতে পারে। সমাজে বিদ্যমান এসব বিবেচনার প্রভাব ডাকসু এবং জাকসু নির্বাচনেও পড়ে থাকতে পারে। কেননা ছাত্ররা এ সমাজেরই অংশ। বিজয়ী হলে ছাত্রদল নিপীড়ক হয়ে উঠবে কিনা,...