সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোটের মাধ্যমে ম্যান্ডেট দেয় এবং সরকার গঠনের সুযোগ দেয়, তবে রাজধানীর সঙ্গে সিলেটের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও উন্নয়ন করা হবে।” তিনি বলেন, “বিএনপি সরকারের রেখে যাওয়া উন্নয়ন ধারাবাহিকতা বন্ধ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সিলেটের যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করেছে। ঢাকা-সিলেট মহাসড়ক ও সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক উভয় পথেই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।” বুধবার বিকালে দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত গণসংযোগ কার্যক্রমে তিনি এসব কথা বলেন। স্থানীয় শ্রমজীবী মানুষ সড়ক ও রেলপথের বেহাল দশা তুলে ধরলে কাইয়ুম চৌধুরী আশ্বাস দেন, বিএনপি সরকার গঠনের পর সিলেটের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। তিনি আরও বলেন, “ঢাকা-সিলেট ও আঞ্চলিক সড়কপথগুলো...