দশ দিনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ম্যাচ ভেন্যুতেই এতদিন ঘাম ঝড়িয়েছে তারা। যেটা একেবারেই ভালো লাগেনি হংকং কোচের। ফিফা-এএফসি'র নিয়ম ভেঙে স্বাগতিকদের হোম ভেন্যু ব্যবহারের সমালোচনাও করেছেন ব্রিটিশ কোচ অ্যাশলে ওয়েস্টউড। দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন কাজ করার সুবাদে সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশকে মোকাবেলা করতে এসেছেন তিনি। মাঠের লড়াইয়ের আগে আবার প্রতিপক্ষকে কথার লড়াইয়ে ভড়কে দেওয়ার পন্থা নিয়েছেন। বাংলাদেশের অন্যতম অস্ত্র হামজা চৌধুরীকে নিজ দলে থাকলে বেঞ্চে বসিয়ে রাখতেন বলে একটু কটাক্ষই করতে চাইলেন যেন।হামজা তার দলে থাকলে কোথায় খেলাতেন? এই প্রশ্নের জবাবে ১৫ বছর বিভিন্ন ইংলিশ ক্লাবে খেলা ওয়েস্টউড বলেন, ‘সম্ভবত বেঞ্চে।’ হামজা একাই বাংলাদেশের জন্য সবকিছু করতে পারবে না, সেটাও বোঝাতে চাইলেন এই কোচ, ‘হামজাকে নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। আমরা তার ক্ষমতা সম্পর্কে অবগত। ইংল্যান্ডে সে বেশিরভাগ সময় রাইট-ব্যাক হিসেবে...