বিসিবি নির্বাচনে অনিয়মের প্রতিবাদে লীগ বর্জনের ঘোষণা ৩৮ ক্লাবের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের প্রতিবাদে সব ধরনের ঘরোয়া ক্রিকেট আসর বর্জনের ঘোষণা দিয়েছে দেশের তিন বিভাগের ৩৮ ক্লাব। ক্লাবগুলোর অন্যতম সংগঠক মাসুদুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, তারা সব ধরনের ঘরোয়া লীগ বর্জন করছেন। বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) রাজধানীর এক হোটেলে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান ও ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের মতো সংগঠকরা উপস্থিত ছিলেন। মাসুদুজ্জামান লীগ বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা দেশে অনেক রকমের নির্বাচন দেখেছি, সেসব কিছু ছাপিয়ে গেছে গত ৬ তারিখের বিসিবি নির্বাচন। তাদের হয়তো আমাদের প্রয়োজন নেই। কাজেই সামনে ক্রিকেট লীগ আছে, সেখান থেকে যাবতীয় ক্রিকেট লীগ আছে, দ্বিতীয়...