বাংলাদেশের খ্যাতিমান ফটোগ্রাফার শহিদুল আলমসহ গাজা অভিমুখে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলার সব যাত্রীর মুক্তির দাবি জানিয়েছে কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস। বুধবার সন্ধ্যায় শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এসময় বক্তারা জানান, গাজা অভিমুখে ত্রাণ বহনকারী মানবাধিকার কর্মীদের জাহাজ আটক করে ইসরায়েল আবারো প্রমাণ করেছে তারা মানবতার চরম শত্রু। ফিলিস্তিনের অভুক্ত মানুষের প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তারা বলেন, অমুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুললেও মুসলিম বিশ্ব এখনো নীরব। ভাইদের...