গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের মধ্যে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক দুই কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) এ আদেশ দেয়। আসামিরা হলেন- বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, মেজর মো. রাফাত বিন আলম মুন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান। প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম এই চার আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে উত্থাপন করেন। ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। আগামী ২২ অক্টোবর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সকালে প্রসিকিউটর ফারুক আহাম্মদ ট্রাইব্যুনালে...