টেলিপর্দার জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায় অসুস্থ। বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয়ে ব্যস্ত এই অভিনেত্রী জানালেন, শিগগিরই তার একটি অস্ত্রোপচার হতে চলেছে। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই খবর জানান তিনি। পোস্টে দিতিপ্রিয়া লেখেন, আমার একটা ছোট অস্ত্রোপচার হবে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন আমাকে পাবেন না। আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। সূত্রের খবর, দিতিপ্রিয়ার নাকের হাড়ে একটি সমস্যা রয়েছে। প্রায় দুই বছর আগে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হলেও কাজের চাপের কারণে তা পিছিয়ে যায়। মাঝেমধ্যেই নাক দিয়ে রক্ত পড়ার মতো সমস্যায় ভুগছিলেন তিনি। তা সত্ত্বেও নিয়মিত শুটিং চালিয়ে গেছেন ‘রানি মা’ খ্যাত এই অভিনেত্রী। তবে আশার কথা, চিকিৎসকেরা জানিয়েছেন...