মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “আজকের কন্যা শিশুরা আগামীর নারী। ২৪ এর গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে তোমাদের জয়ধ্বনি শোনা যায়। আগামী দিনে তোমরাই হবে এ দেশের নির্মাতা।” বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরো পড়ুন:নড়াইলে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধারফেনীতে শিশু হত্যা মামলায় সাত বছরের কারাদণ্ড জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘আমি কন্যা শিশু-স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’। উপদেষ্টা বলেন, “আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। একটি কন্যা শিশু সমাজ, রাষ্ট্র ও পরিবার থেকে বৈষম্যের শিকার হয়েই বেড়ে ওঠে। কিন্তু কন্যা শিশুদের অন্ধকারে...