দেশে আহরিত ইলিশ মাছের বড় একটি অংশ আসে বরিশাল বিভাগ থেকে। বরিশাল অঞ্চলে জেলেদের সংখ্যাও বেশি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এ সময় নদীতে কিছু অসাধু জেলে মাছ ধরতে নামে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হচ্ছে। নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ ৯টি জেলায় এই অভিযানে অংশ নিচ্ছে।এদিকে, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানের শুরু থেকে চার দিনে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ৬০০টি অভিযান পরিচালিত হয়েছে। এসময় ২৪৯টি অবতরণকেন্দ্র এবং এক হাজার ১০টি মাছঘাট, এক হাজার ৭১২টি আড়ত এবং এক হাজার ৯১টি বাজার পরিদর্শন করা হয়।এসব অভিযানে ১৯০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। যেখানে মোট ১৪৮টি মামলায় ৩ দশমিক ২২৭ লাখ টাকা জরিমানা এবং ১০৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ১৩ দশমিক ৬৪৫ লাখ মিটার...