গুলশান থানার মামলায় আদালত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আহসান হাবিব ভূঁইয়ার জামিনের আদেশ দিলেও আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিনের আদেশ দেন। এদিন বিকালেই বনানী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই কামার হোসেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান সেই আবেদনে ওপর শুনানির দিন সোমবার ধার্য করেছেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় আহসান হাবিব কারামুক্ত হতে পারবেন না। শনিবার ভোর ৬টার দিকে গুলশানের ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় ওই আওয়ামী লীগ নেতাকে। সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়। বুধবার তার জামিনের আদেশ...