চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আট দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল, সেখানে ভর্তির প্রথম দিন থেকেই হলে একটি আসন ও একটি পড়ার টেবিল নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আবাসন ছাড়াও যোগাযোগ ব্যবস্থা গুরুত্ব পেয়েছে ছাত্রদলের ইশতেহারে। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ইশতেহার ঘোষণা করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। আগামী ১৫ অক্টোবার চাকসু, হল ও হোস্টেল সংসদের নির্বাচনের ভোটগ্রহণ হবে। এক সপ্তাহ আগে ছাত্রদলের প্যানেলের দেওয়া ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থী বান্ধব আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। একই দিন ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ তাদের ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে। ছাত্রদল সমর্থিত প্যানেলের ইশতেহারে ভর্তি ফি, পরীক্ষার নিবন্ধন, ক্লাস রুটিন, পরীক্ষার ফল জানাসহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন...