ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনেই বিজয়ের লক্ষ্যে লড়াই করবে বলে জানিয়েছেন দলটির আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, নির্বাচনের মাঠ এখন সবার জন্য উন্মুক্ত। দেশের মানুষ ইসলামের পক্ষে এক অনন্য প্রত্যাশায় আছে—এমন সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে বিজয়ের জন্যই প্রস্তুতি নিচ্ছে। বুধবার দুপুরে রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। চরমোনাই পির বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আমরা শেষ দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর ছাড়া বিকল্প নেই। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে এফটিপিটি পদ্ধতির প্রস্তুতিও আমাদের চলমান থাকবে। ৩০০ আসনই আমাদের লক্ষ্য। জোটবদ্ধ রাজনীতির বিষয়েও আলোচনা চলছে, তবে কোন আসনে কে প্রার্থী হবেন—সে সিদ্ধান্তের...