বুধবার (৮ অক্টোবর) প্রথম বর্ষের শেষ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। এর আগে অনুষ্ঠিত দুইটি পরীক্ষায় ভালো ফলাফল করেছে নন্দিনী। মরদেহ গ্রামের শ্মশানে নেওয়া হয়নি। পারিবারিক জমিতে দাফন করা হয়েছে (মাটিচাপা) তাকে। ৫ অক্টোবর গভীর রাতে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে মারা যান ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী নন্দিনী সরকার। এদিকে অনুসন্ধানে মিলেছে ভয়ঙ্কর তথ্য। কুষ্টিয়া সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) মোশাররফ হোসেন জানিয়েছেন, থানার এসআই হাফিজুর রহমান নন্দিনীর সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। এর আগে নন্দিনীর মৃত্যুর বিষয়টি অবহিত করে কুষ্টিয়া হাসপাতাল থেকে একটি স্লিপে থানায় (কুষ্টিয়া) পাঠানো হয়। ওই স্লিপে মৃত্যুর করণ হিসেবে মাদকের বিষক্রিয়াতে নন্দিনীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছেন আবাসিক মেডিকেল অফিসার (কুষ্টিয়া হাসপাতাল) ডা. হোসেন ইমাম। কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত করানো হয়েছে। কুষ্টিয়া...