দখলদার ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বুধবার (৮ অক্টোবর) সকালে সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে মুসলিমদের পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেন। সেখানে তিনি উগ্র ও উসকানিমূলক মন্তব্য করে বলেন, ‘আল-আকসার মালিক এখন ইসরাইল।’ বেন-গভিরের নেতৃত্বে এই আগ্রাসী প্রবেশ এমন সময় ঘটল, যখন মুসলিম বিশ্ব বারবার আল-আকসার পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আসছে। তার এই সফরকে ফিলিস্তিনি ও আরব নেতারা নতুন করে উসকানি ও দখলদার নীতির অংশ হিসেবে দেখছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আল-আকসা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরাইলি কর্মকর্তা ও অবৈধ বসতিস্থাপনকারীদের তাণ্ডবের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব।’ যদিও সৌদি আরব তাদের বিবৃতিতে বেন-গভিরের নাম সরাসরি উল্লেখ করেনি, তবু দেশটি সতর্ক করেছে, ‘জেরুজালেম এবং সেখানকার পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক...