উপজেলায় গবাদিপশু ২,৯১,৬০৮টি, তার বিপরীতে টিকা বরাদ্দ মাত্র ২৮,৯০০টি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স টিকাদানে ধীরগতি। শঙ্কায় রয়েছেন পশু মালিক ও খামারিরা। এখন পর্যন্ত মাত্র ২৪ হাজার গবাদি পশুকে টিকা দেয়া হয়েছে। টিকার চাহিদা ৩ লাখ, সে স্থলে বরাদ্দ রয়েছে মাত্র ২৮ হাজার ৯০০টি। যদিও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর বলছেন, টিকার সংকট নেই, রয়েছে জনবল সংকট। প্রাণিসম্পদ কর্মকর্তাসহ মাত্র পাঁচজন জনবল দিয়ে চলছে অফিসের কার্যক্রম। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গরু, ছাগল ও ভেড়াসহ মোট গবাদি পশুর সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৬০৮টি। এরমধ্যে গরু ১ লাখ ৩৭ হাজার এবং ছাগল ও ভেড়া ১ লাখ ৫৪ হাজার ৬০৮টি। এ পর্যন্ত টিকা বরাদ্দ ২৮ হাজার ৯০০টি। ইতোমধ্যে টিকা দেওয়া হয়েছে ২৪ হাজার। ঢাকাস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরের মনিটরিং...