০৮ অক্টোবর ২০২৫, ১০:০৬ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১০:০৬ পিএম টানা বৃষ্টির কারণে সৈয়দপুর উপজেলাসহ বাকি ৫টি উপজেলাতেই সব ধরনের সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি কাঁচামরিচ ১৪০-১৬০ টাকা বেড়ে বর্তমানে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্না মরিচের দামও আকাশছোঁয়া। এছাড়াও, উসতা, মুলা, কচুর লতি, চিচিঙ্গা, গোল বেগুন, করলা, লম্বা বেগুন, পটল, ধনেপাতা, ঢ্যাঁড়স, বরবটিসহ সবধরনের সব্জির দাম আকাশচুম্বী। বুধবার (৮অক্টোবর )সৈয়দপুর উপজেলা শহরের কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ সব্জি ও কাঁচা মরিচ এখন ভোক্তাদের নাগালের বাইরে। করলার কেজি ৭৫থেকে ৮৫, গোল বেগুন ৮০ থেকে ১০০, লম্বা বেগুন ৭০ থেকে ৮০টাকা, ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০, পটল ৮০ থেকে ৯০, কাঁকরোল ৬০, ঝিঙা ৬০ থেকে ৭০, গাজর ১২০ থেকে ১৪০, শসা ৭০-৮০,...