হংকং চায়নার বিপক্ষে ম্যাচের সেরা একাদশে অধিনায়ক জামাল ভূঁইয়া থাকবেন কিনা সংশয় রয়েছে। এখনও চূড়ান্ত করেননি হাভিয়ের কাবরেরা। এরই মধ্যে প্রশ্ন উঠলো জামাল ভূঁইয়ার খেলার সম্ভাবনা নিয়েও। তবে কোচ কাবরেরা জানালেন অন্য কথা। এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলা গত দুই ম্যাচে অধিনায়ক জামালকে মাঠে নামাননি কাবরেরা। হংকং ম্যাচ সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে প্রশ্ন গেলো কোচের কাছে। উত্তরও তিনি দিলেন অন্যভাবে। বলেন, ‘অবশ্যই, জামাল খেলুক বা না খেলুক, সে আমাদের অধিনায়ক-ই থাকবে। এটা অপরিবর্তনীয়।’ সেরা একাদশে তপু ও শোমিতের খেলার বিষয়ে সিদ্ধান্ত আরও সময় নিতে চান কোচ। বলেন, ‘তপু উন্নতি করেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে একটি জটিল ইনজুরিতে ভুগছিল।...