৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা আগামী শনিবার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হবে। এবারের প্রতিযোগিতায় ১২টি দেশের মোট ৭৫ জন তরুণ খেলোয়াড় অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক বাংলাদেশ। প্রতিযোগিতার উত্তেজনা শুরু হবে মূলত বাছাইপর্ব দিয়ে। শুক্রবার বাছাইপর্বের সাইন-ইন অনুষ্ঠিত হবে। বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ অক্টোবর। এরপর ১৩ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বের প্রতিযোগিতা। বালক বিভাগে বাছাইপর্বে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবে, যাদের মধ্য থেকে ১০ জন মূল ড্র’র ২২ জন খেলোয়াড়ের সঙ্গে যোগ দেবে। বালিকা বিভাগে মূল ড্র’তে মোট ২৭ জন খেলোয়াড় অংশ নেবে। টুর্নামেন্ট উপলক্ষে বুধবার,(০৮ অক্টোবর ২০২৫) টেনিস ফেডারেশন সভাকক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক...