এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে নামবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে দুদলের পার্থক্য বেশ। হংকং ১৪৬এ, বাংলাদেশ ১৮৪তে। প্রতিপক্ষ ৩৮ ধাপ এগিয়ে। তারপরও হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে, বলছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। বৃহস্পতিবার ম্যাচ, আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন স্বাগতিকদের স্প্যানিশ কোচ ক্যাবরেরা ও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। দলের প্রস্তুতি, অবস্থা, চোট এবং সার্বিক বিষয়ে কথা বলেছেন তারা। ক্যাবরেরা জানালেন, ‘আমাদের প্রতি সবার প্রত্যাশা অনেক। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। আমরা প্রায় ১০ দিন ধরে অনুশীলন করছি, বড় এক চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের কোয়ালিটি স্কোয়াডও আছে। তাদের হারানোর সেই সামর্থ্য আমাদের আছে।’ ‘এই ম্যাচটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা পুরোপুরি প্রস্তুত। দর্শকভর্তি স্টেডিয়ামে খেলতে পারবো, এটা ভেবেও আমরা দারুণ রোমাঞ্চিত। শেষ কয়েকদিন ধরে হংকং দলের শক্তি, দুর্বলতা সবকিছু বিশ্লেষণ করেছি।...