বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিট) দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ১১ জনের মধ্যে ৭ জন সন্দ্বীপের, ৩ জন হাতিয়ার এবং ১ জন মিরসরাইয়ের বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ জন ঘটনাস্থলেই নিহত হন আর ১ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সবাই মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। বুধবার দুপুরে সাগর থেকে কাজ শেষে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি একটি বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় উল্টে যায়, এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা জানান, মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি তদারকি করছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস।...