ক্যালিফোর্নিয়ায় বিরল ক্যান্সারে মারা যাওয়া এক নারীর পরিবারকে ৯৬ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য জনসন অ্যান্ড জনসনকে (জে এন্ড জে) নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালতের জুরি। ট্যালকম বেবি পাউডারে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকার অভিযোগে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে করা মামলায় কোম্পানিটিরই দায় দেখেছে জুরি। মামলাটি করেছিলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মে মুরের পরিবার। ৮৮ বছর বয়সী মুর ২০২১ সালে মেসোথেলিওমা নামক বিরল ক্যান্সারে মারা যান। পরিবারের অভিযোগ, জনসন অ্যান্ড জনসনের ট্যালকম বেবি পাউডারে থাকা অ্যাসবেস্টস তন্তু এই ক্যান্সার হওয়ার কারণ। সোমবার রাতে দেওয়া রায়ে আদালত কোম্পানিটিকে ১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ এবং ৯৫ কোটি ডলার দণ্ডমূলক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। তবে আপিলে ক্ষতিপূরণের এই অঙ্ক কমে আসতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, দণ্ডমূলক ক্ষতিপূরণ সাধারণত...