নানা আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ির দীঘিনালার ঐতিহ্যবাহী বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজবিহারে দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়েছে। বুধবার বৌদ্ধ রাজবিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে কঠিন চীবর ও সংবর্ধনা অনুষ্ঠানে দূর- দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী অংশ নেন। পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ শেষে, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধ মূর্তি দান, চীবর দান, কল্পতরু দানসহ নানাবিধ দান করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনয় অধিকরণ বোর্ডের সভাপতি ভদন্তঃ সুমনা মহাথেরো। এ সময় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাথেরো, পার্বত্য ভিক্ষু সংঘের উপ-সংঘরাজ ভদন্তঃ প্রজ্ঞা লঙ্কার মহাথেরো, ধর্ম দেশক ক্ষেমাচারা মহাথেরো ও জ্ঞান নন্দ মহাথেরো, সাধারণ সম্পাদক লোক মিত্র থেরো, তথ্য ও প্রকাশনা সম্পাদক করুণা বংশ থেরো উপস্থিত ছিলেন। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায়...