ক্রিস্টিয়ানো রোনালদো। যে নামের পাশে জুড়ে গেছে গোলের পাহাড়, সাফল্যের অধ্যায়। আর এখন যোগ হলো আরেকটি ইতিহাস। হয়েছেন ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড়। বিখ্যাত অর্থনৈতিক তথ্য ও গণমাধ্যম প্রতিষ্ঠান ‘ব্লুমবার্গ’ জানিয়েছে, তাদের “বিলিয়নিয়ার্স ইনডেক্স”-এ প্রথমবারের মতো স্থান পেয়েছেন ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা ও সৌদি ক্লাব আল-নাসরের এই ফরোয়ার্ড।আরো পড়ুন:ফার্গুসন-ওয়েঙ্গারের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে গার্দিওলার ইতিহাসমাত্র ১৪ বছর বয়সেই সূর্যবংশীর ছক্কার বিশ্বরেকর্ড ফার্গুসন-ওয়েঙ্গারের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে গার্দিওলার ইতিহাস রোনালদোর মোট সম্পদের মূল্যায়ন করা হয়েছে ১৪০ কোটি ডলার (প্রায় ১০৪ কোটি পাউন্ড)। এই হিসেবে ধরা হয়েছে তার পুরো ক্যারিয়ারের উপার্জন, বিনিয়োগ ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির আয়। ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধু বেতনের মাধ্যমেই তিনি আয় করেছেন ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি। আর স্পনসরশিপ ও বিজ্ঞাপন চুক্তি থেকে এসেছে আরও...