নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান একটি মাছধরা ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করে নৌবাহিনীর সদস্যরা। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান একটি মাছধরা ট্রলারসহ ২৬ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) নিয়মিত টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ ট্রলারটি শনাক্ত করে উদ্ধার অভিযান পরিচালনা করে। চট্টগ্রামস্থ ঈশা খাঁ ঘাঁটি নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে ‘এমভি তাজমিনুর রহমান’ নামে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে জেলেরা মাঝসমুদ্রে আটকে পড়ে। ট্রলারের অস্বাভাবিক গতিবিধি দেখে নৌবাহিনীর সদস্যরা কাছে এগিয়ে গেলে বিপদ সংকেত শনাক্ত করে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।আরো পড়ুন:গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্কতাসমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩...