জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সবশেষ বৈঠক শেষে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণভোটের সময় নির্ধারণ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি এই বিষয়ে রেফারি বা থার্ড আম্পায়ার হিসেবে কমিশনকে দ্রুত একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, গণভোটের মতো মৌলিক বিষয়ে ঐকমত্য থাকলেও তা কখন অনুষ্ঠিত হবে, সাধারণ নির্বাচনের একই দিনে নাকি আগে, এই নিয়ে দলগুলোর মধ্যে ‘সিরিয়াস ভিন্নমত’ দেখা দিয়েছে। তিনি বলেন, মৌলিক জায়গায় তো আমাদের দ্বিমত নাই। অর্থাৎ আমরা একমত হয়েছি, আমরা একমত হয়েছি মাঠে আমরা খেলব। এখন খেলাটা তিনটায় খেলব না পাঁচটায় খেলব—এটা...