ঢাকা:রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত বাসে চেতনানাশক খাইয়ে অচেতন করে টাকা হাতিয়ে নেওয়ার সময় অজ্ঞান পার্টির পাঁচজনকে ধরে গণপিটুনি দিয়েছেন সাধারণ যাত্রীরা। বুধবার (৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।হাতিরঝিল রেইনবো ক্রসিংয়ে বাসটি থামিয়ে পাঁচজনকে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই পাঁচজন হলেন আব্দুর রশিদ (৪৭), কামাল হোসেন (৪৫), বেল্লাল হোসেন (২৪), নুর আলম (৪৬) ও উসমান আলী (৪০)। আর অচেতন হওয়া বাসযাত্রী হলেন আব্দুল মান্নান (৪২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, দুপুরে রেইনবো ক্রসিংয়ে গুলিস্তানগামী গাজীপুর পরিবহনের একটি...