খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির এলাকার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বটবুনিয়া বাজারের পাশে হরিসভা মন্দির এলাকার বেড়িবাঁধের প্রায় ২৫ মিটার এলাকায় এ ভাঙন দেখা দেয়। উচ্চ জোয়ারের চাপে মুহূর্তেই ঢাকি নদীসংলগ্ন বাঁধ ভেঙে যায়। আগে থেকে বেড়িবাঁধের জায়গাটি বেশ দুর্বল থাকলেও পানি উন্নয়ন বোর্ড তা গুরুত্ব দেয়নি। ইউপি চেয়ারম্যান জালাল বলেন, এতে উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী ও আড়াখালী গ্রামের অনেক ঘরবাড়ি, মৎস্যঘের, পুকুর ও ৩ হাজার বিঘা জমির আমন ফসলের খেত পানিতে তলিয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পরবর্তী জোয়ারগুলো নিয়ে আতঙ্কে রয়েছেন তারা। জালাল বলেন, বাঁধ আটকাতে না পারলে দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলাবুনিয়া, মশামারী, গড়খালী ও কাকড়া বুনিয়াসহ প্রায় গোটা ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা...