বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকা মাছ ধরা ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহিদ মহিবুল্লাহ’ কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে এ উদ্ধার অভিযান চালায়। নৌবাহিনী জানায়, ‘এমভি তাজমিনুর রহমান’ নামের ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে জাহাজটি কাছে গেলে বিপদগ্রস্ত জেলেদের সংকেত লক্ষ্য করা যায়। পরে নৌ-সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে জেলেদের নিরাপদে জাহাজে তুলে নেয়। উদ্ধারের পর জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ট্রলার ও জেলেদের নিরাপদে তীরে এনে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়। জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়,...