বাস্কেটবল ইউরোকাপে স্পেনের ক্লাব বাক্সি মানরেসার বিপক্ষে বুধবার মাঠে নামবে ইসরায়েলি ক্লাব হাপোয়েল জেরুজালেম। ম্যাচের আগে বার্সেলোনা বাস্কেটবল দলের গ্রাউন্ডে প্রস্তুতি সারার জন্য আবেদন করেছিল ক্লাবটি। যা প্রত্যাখ্যান করেছে বার্সা কর্তৃপক্ষ। বুধবার কাতালুনিয়ানরা জানায় যে, বার্সেলোনা আগামী সপ্তাহে নিজেদের প্রশিক্ষণের সুবিধার্থে ইসরায়েলি বাস্কেটবল দলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। লজিস্টিক এবং জনশৃঙ্খলার কারণে তারা ১৫ অক্টোবর ইউরোকাপ প্রতিযোগিতায় বাক্সি মানরেসার বিরুদ্ধে ম্যাচের আগে হাপোয়েল জেরুজালেমকে পালাউ ব্লগানা কোর্টে প্রশিক্ষণের অনুমতি দেবে না। বিশ্বজুড়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ...