বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ভালো শুরুর আভাস দিয়েও ফিরে যান তানজিদ হাসান তামিম। ৫৩ রানেই টপ-অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগাররা। তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ সেখান থেকে দলের হাল ধরেন। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন। কিন্তু পুরনো ভূত মাথাচাড়া দিতে সময় লাগেনি। আজমতউল্লাহ ওমরজাইয়ের করা ইনিংসের চতুর্থ ওভারে অফস্টাম্পের বাইরের বলে ভুগছিলেন তামিম। দ্বিতীয় বলেই ক্যাচ তুলেও জীবন পেয়েছেন। কিন্তু সুযোগ আর কাজে লাগাতে পারলেন কই! এক বল পরেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি। এরপর নাজমুল হোসেন শান্তও ক্রিজে এসে দ্রুতই ফিরে গেছেন।১৮ রানের ওপেনিং জুটি গড়ে ফিরে গেছেন তানজিদ তামিম। একবার জীবন পেয়েও ১০ বলে করেছেন ১০ রান। ওমরজাইয়ের হার্ড লেন্থের বল তামিমের ব্যাটের বাইরের কানায় লেগে...