বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘আমরা সবাই যদি একতাবদ্ধ হয়ে শুধু বিএনপি ও ধানের শীষের হয়ে কাজ করে যাই, তাহলে বাংলাদেশে কোনো শক্তি নেই তারেক রহমানকে ঠেকাতে পারে। যে মানুষটি ১৭ বছর দেশের বাইরে থেকেও দেশের আপামর জনসাধারণের হৃদয়ে গেঁথে গেছেন। সেই মানুষকে হারানো সম্ভব নয়। কেননা স্বৈরাচারের আতঙ্কের নাম ছিলেন তারেক রহমান।বুধবার (৮ অক্টোবর) বিকেলে বড়াইগ্রামের বনপাড়া বাজারে ‘বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু’র ১৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় পুতুল এসব কথা বলেন।ফারজানা শারমিন পুতুল বলেন, ‘বিএনপিকে বুকে ধারণ করার জন্য বিগত ১৭ বছরের স্বৈরশাসকের বেড়াজালে আটকে জনপ্রিয় নেতাদের শহীদ হতে হয়েছে। ১৭ বছর রাজনীতিকে রাজনীতিবিদদের হাত থেকে তুলে নিয়ে অপরাধীদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজনীতিকে কুক্ষিগত...