তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালো হলেও সেটি বেশিক্ষণ টিকেনি বাংলাদেশ দলের। ইনিংসের শুরুতেই টপ-অর্ডারের তিন ব্যাটার হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত জুটি দলকে বিপর্যয় থেকে টেনে তোলে। তাদের ফিফটিতে ভর করে ২৮০ রানের স্বপ্ন দেখলেও ইনিংসের ৭ বল বাকি থাকতে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ।আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান শুরুটা আশাব্যঞ্জক করলেও চতুর্থ ওভারেই ধাক্কা খায় দল। আজমতউল্লাহ ওমরজাইয়ের অফস্টাম্পের বাইরের এক ডেলিভারিতে কাঁপিয়ে দেন তামিমকে। একবার জীবন পেলেও টিকতে পারেননি তিনি— ১০ বলে ১০ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার।হৃদয়-মিরাজে ভর করে বাংলাদেশের লড়াইএরপর দ্রুতই ফিরে...