নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘেরাও করে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ নামক সংগঠন। বুধবার (০৮ অক্টোবর) দুপুরে সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণসহ পাঁচ দফা দাবিতে এ আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ডেঙ্গু মশার উপদ্রব বেড়ে গেছে। বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। ড্রেন সংস্কারের কাজ ২ মাসের পরিবর্তে ৬ মাসেও শেষ হচ্ছে না। আমরা জনভোগান্তিহীন উন্নয়ন চাই। বিগত ২ বছর ধরে ময়লা পানি খেতে হচ্ছে।তিনি বলেন, পানির বিল দিয়ে আমরা ময়লা পানি খাব কেন। বিশুদ্ধ পানি সরবরাহ করতে না পারলে বিল বন্ধ রাখা হোক। এ সময় তিনি উন্নয়ন কাজে ঠিকাদারদের গাফিলতির অভিযোগ তোলেন। আগামী ১৫ দিনের মধ্যে বাসযোগ্য নগরী করতে না...