দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীরা ফিরলেও রাকসু নির্বাচনে প্রাণচাঞ্চল্য ফেরেনি ক্যাম্পাসে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রচারণায় অংশ নিচ্ছে প্রার্থীরা। তবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দাবির বিষয়ে সমাধান না হওয়ায় নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে রয়ে গেছে শঙ্কা। সেখান থেকে ভোটারদের মধ্যে অনাগ্রহ তৈরির ফলে নির্বাচনি আমেজ ফেরেনি ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে তারা সর্বাত্মক প্রস্তুত। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। এছাড়া নির্বাচনের আগে কোনো কর্মসূচি করবে না জানিয়ে বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন আশ্বাস দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, ছুটির কারণে অনেক শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে ফেরেননি। আবার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচির বিষয় সুরাহা না হওয়ায় অনিশ্চয়তা বিরাজ করছে ক্যাম্পাসে। ক্যাম্পাসে যারা ফিরেছেন, তাদেরও নির্বাচনের প্রতি আগ্রহ তেমন নেই। অনেকে জানেন না কোন প্যানেল থেকে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিহাস বিভাগের রাতুল নামের এক শিক্ষার্থী বলেন,...