এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। হংকংয়ের কোচ ইংলিশম্যান অ্যাশলে রয় ওয়েস্টউড। তার দিকে প্রশ্ন যায়, হামজা চৌধুরী আপনার দলে থাকলে কোথায় খেলাতেন? ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দল ও বয়সভিত্তিক পর্যায়ে খেলা ওয়েস্টউড খেললেন মাইন্ডগেম। জানালেন, ‘হামজা আমার দলে থাকলে তাকে বেঞ্চে বসিয়ে রাখতাম।’ জাতীয় স্টেডিয়াম নিয়ে অসন্তুষ্ট ওয়েস্টউড। বলেছেন, ‘আমি মনে করি মাঠ আরও ভালো হতে পারত। বাংলাদেশ প্রতিদিন মাঠ ব্যবহার করেছে, যা নিয়মের মধ্যে নেই। ফলে মাঠের মান খারাপ হয়েছে। তবে আমরা এটা নিয়ে খুব একটা ভাবছি না। উভয় দলকেই এই মাঠে খেলতে হবে। নিজেদের খেলা দিয়েই ম্যাচে টিকে থাকতে হবে।’ ‘বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে, কিন্তু সেটা দুই হওয়া উচিত ছিল। সিঙ্গাপুরের বিপক্ষে আমরা বাংলাদেশের ম্যাচ দেখেছিলাম। খেলার শেষদিকে বাংলাদেশের পেনাল্টি পাওয়া উচিত ছিল, ওটা অবশ্যই...