নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৩০০ কপি উন্মুক্ত কুরআন বিতরণ করা হয়। বুধবার (৮ অক্টোবর) শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে এ কর্মসূচি আয়োজন করে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব। এ সময় উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইবরাহীম ভুঁইয়া বলেন, আজ কুরআন শরীফ পেয়ে সত্যিই আনন্দিত। আমরা যারা সাধারণ বিষয়ে পড়ি, দৈনন্দিন ব্যস্ততায় কুরআন পড়া হয়ে ওঠে না। পবিত্র কুরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের পথপ্রদর্শক, যার রক্ষণাবেক্ষণের দায়িত্বও তিনিই নিয়েছেন। ইসলামকে হৃদয়ে ধারণের প্রতীক হিসেবেই আজ কুরআন শরীফ নিতে এসেছি। আশা করি, এমন উদ্যোগ সব ক্যাম্পাসেই ছড়িয়ে পড়বে। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহানা আক্তার জেনি বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার প্রতিবাদে আজকের এ...